আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

উজিরপুরে বন বিভাগ কর্তৃক উপকারভোগীর লভ্যাংশের চেক বিতরন

বরিশাল থেকে-

বরিশাল জেলার উজিরপুর উপজেলার বন বিভাগ কর্তৃক উপকারভোগীদের মাঝে ১০.১০.২০২০ ইং উপজেলা পরিষদের মিলনায়তনে লভ্যাংশের চেক বিতারন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব প্রনয়ণ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল ২ উজিরপুর -বানারিপাড়ার সংসদ সদস্য সাবেক ছাত্র নেতা শাহ আলম। সংসদ সদস্য বলেন বন বিভাগের কর্মকর্তাদের সর্বদা বন সংরক্ষণ সচেতন থাকতে হবে।

বন যেন মানুষের উপকারে আসে তার জন্য গাছ রোপন করতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী বন সংরক্ষণ করতে যথাযথ পরিকল্পনা তিনি উপজেলা বাসিকে বন সংরক্ষণ ও গাছ রোপন করতে আহ্বান জানান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মজিদ শিকদার বাচ্চু,উপজেলা চেয়ারম্যান বলেন বন সংরক্ষণ করতে উপজেলা পরিষদ আপনাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পৌর মেয়র গিয়াসউদ্দিন বেপারী সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সংসদ সদস্য শাহ আলম সাহেব উপকারভোগীদের মাঝে লাভ্যাংশের চেক তুলে দেয়।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap