আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শেখ রাসেল কিশোর
শেখ রাসেল কিশোর

শেখ রাসেল কিশোর ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

সোহেল রানা, পাবনা প্রতিনিধিঃ

পাবনা জেলা কৃষকলীগের উদ্যোগে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষ্যে আজ ১৮ জানুয়ারি ২০২০ তারিখে ধারাবাহিকভাবে শেখ রাসেল কিশোর ফুটবল টুর্ণামেন্ট পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

শেখ রাসেল কিশোর ফুটবল টুর্ণামেন্টে ফাইনাল খেলায় অংশ গ্রহণ করে বীর মুক্তিযোদ্ধা শহীদ নজরুল ইসলাম হাবু স্মৃতি সংঘ নাজিরপুর বনাম রেড সান স্পোটিং ক্লাব ঈশ্বরদী।

খেলায় সভাপতিত্ব করেন পাবনা জেলা কৃষকলীগের সভাপতি শহিদুর রহমান শহিদ। খেলা উদ্বোধন করেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান মামুন। আজকের ফাইনাল খেলায় শ্রেষ্ঠ খেলোয়ার ও ম্যান অব দা টুর্ণামেন্টের পুরস্কার গ্রহণ করে বীর মুক্তিযোদ্ধা শহীদ নজরুল ইসলাম হাবু স্মৃতি সংঘ খেলোয়ার। খেলার শুরুতেই ২ দলের খেলোয়াড়দের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক তৌফিকুর আলম তৌফিক।

ফাইনাল খেলার শুরু থেকে দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতামূলক খেলায় রেড সান স্পোটিং ক্লাব ঈশ্বরদীকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে বীর মুক্তিযোদ্ধা শহীদ নজরুল ইসলাম হাবু স্মৃতি সংঘ নাজিরপুর।

খেলা পরিচালনা করেন বদিউজ্জামান বেনু। ধারা বর্ণনায় ছিলেন মোহম্মদ আলী জিন্নাহ ও মো. মাহমুদুল হক, প্রধান শিক্ষক, সাহাদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় দাপুনিয়া।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা প্রেস ক্লাবের সভাপতি প্রফেসর শিবজিৎ নাগ। খেলা শেষে জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক তৌফিকুর আলম তৌফিকের পরিচালনায় পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।

চ্যাম্পিয়ান দল, রানার্স আপ, ম্যান অব দা ম্যাস, ম্যান অবদা সিরিজ খেলোয়ারদের মধ্যে বিতরণ করেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব লতিফ বিশ্বাস, পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত) গৌতম কুমার বিশ্বাস, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আলহাজ্ব কামিল হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. তসলিম হাসান সুমন, সরকারি এডওয়ার্ড কলেজের সাবেক ভিপি রেজাউল কবির শরিফ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সরকারি এডওয়াড কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান। সম্মাননা পুরস্কার বিতরণ করেন জেলা কৃষকলীগের সভাপতি শহিদুর রহমান শহীদ, যুব মহিলালীগের জেলা সভাপতি এ্যাড. আরেফা খাতুন শেফালী ও জেলা কৃষকলীগের মহিলা বিষয়ক সম্পাদক হেলেনা খাতুন, ফুটবল প্রেমী অসংখ্য দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap