আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুড়িগ্রামে আবারো নদ-নদীর পানি বৃদ্ধ, বিপদসীমার ১৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত

কুড়িগ্রাম প্রতিনিধি :

টানা বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামে ৫ম দফায় ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমারসহ সবকটি নদ-নদীর পানি বৃষ্টি পেতে শুরু করেছে।

সেতু পেয়েন্টে ধরলা নদীর পানি বিপদসীমার ১৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানি প্রবেশ করছে নদ-নদীর অববাহিকার চরাঞ্চল ও নিম্নাঞ্চলগুলোতে।

তলিয়ে গেছে এসব এলাকার আমনসহ বিভিন্ন ফসলের ক্ষেত।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, উজানে ও স্থানীয়ভাবে ভারী বৃষ্টিপাতের ফলে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে ধরলার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আগামীকাল থেকে পানি কমতে শুরু করবে বলে আশা করছে পানি উন্নয়ন বোর্ড।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap