আজ ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কুড়িগ্রামে হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড

কুড়িগ্রাম থেকে-

কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালত কাঠমিস্ত্রি হত্যা মামলায় করিম মিয়া (২৫) নামে এক কাঠমিস্ত্রিকে মৃত্যুদন্ড দিয়েছে। মঙ্গলবার জেলা ও দায়রা জজ মো: আব্দুল মান্নান এই রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, কুড়িগ্রাম পৌরসভার ভেলাকোপার দক্ষিণ মরাকাটা গ্রামের কাছুয়া মামুদের পূত্র করিম মিয়ার সাথে কাঠমিস্ত্রির কাজ করতো একই এলাকার আবেদ আলীর পূত্র আদম আলী (১৯)। ২০১১ সালের ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় আদম আলী করিমের কাছে পাওনা টাকা চাইতে গেলে বচসার এক পযার্য়ে বাটাল দিয়ে আদম আলীর পেটে ও কপালে আঘাত করে করিম মিয়া। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে নিহতের বাবা আবেদ আলী কুড়িগ্রাম সদর থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানির পর আদালত মামলার একমাত্র আসামী করিম মিয়াকে মৃত্যুদন্ডের আদেশ দেন।

রাস্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট আব্রাহাম লিংকন ও আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো: রুহুলআমিন।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap