আজ ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

হেফাজতে ইসলামের আমির আল্লাম শফী আর নেই : মিরপুর উপজেলা মৎস্যজীবী লীগের শোক প্রকাশ 

কুষ্টিয়া থেকে:

শুক্রবার সন্ধ্যা ছয়টার পর হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী রাজধানীর আজগর আলী হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে মিরপুর উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক রফিকুল ইসলাম (ডালিম) এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এক শোক বার্তায় রফিকুল ইসলাম ডালিম বলেন, তার মৃত্যুতে আমরা একজন অভিজ্ঞ ইসলামী চিন্তাবিদকে হারালাম। তার অবদান আমরা কখনোই ভূলতে পারব না। ইসলামী সাহিত্য চর্চায় তার অবদান অনস্বীকার্য।
জানা গেছে, শুক্রবার বিকেলের দিকে আল্লামা শাহ আহমদ শফীকে হেলিকপ্টারযোগে ঢাকায় আনা হয়। এরপর তাঁকে গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতা ছাড়াও ডায়াবেটিস ও উচ্চরক্তচাপ রোগে ভুগছিলেন।
মৃত্যুকালীন আহমদ শফীর বয়স হয়েছিল ১০৩ বছর।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap