আজ ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কালিয়াকৈরে অরক্ষিত বিদ্যুৎ লাইনে জড়িয়ে এক নারীর মৃত্যু

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ

উপজেলার চাতৈলভিটি আমিন মডেল টাউন এলাকায় শুক্রবার
বিকেলে অরক্ষিত বিদ্যুতের তারে জড়িয়ে এক নারী ও একটি গরু
মারা যাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ওই নারীর মৃতদেহ উদ্ধার করে
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে
পাঠিয়েছে।

নিহত হলেন,আশুলিয়ার থানার পূর্ব বাইদগাও এলাকার দুর্জন আলীর
মেয়ে শুকুরজান(৬০)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার
চাতৈলভিটি আমিন মডেল টাউন এলাকায় প্রায় দুই বছর আগে
স্থানীয় লোকমান হোসেন তার ৭ তালা বাড়ি থেকে মাটির উপর
দিয়ে বিদ্যুতের লাইন পাশে পোল্ট্রী খামারে নেন।

শুক্রবার বিকেলে শুকুরজান গরুকে ঘাস খাওয়াতে গেলে ওই নারী ও গরুসহ
বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে গরুসহ তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে, পরে
ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ
হাসপাতালে প্রেরণ করেন।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক(এসআই)মো.মনিরুল ইসলাম
জানান, মৃতদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap