আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সাভারে নারী পাচার চক্রের প্রধান গ্রেফতার, তিন নারী উদ্ধার 

সাভার প্রতিনিধিঃ
সাভারের আমিনবাজার এলাকা থেকে আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের সক্রিয় এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ এর একটি অভিযানিক দল। এসময় চক্রটির হাতে বন্দী অবস্থা থেকে ভুক্তভোগী তিন নারীকে উদ্ধার করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় র‌্যাব-৪ এর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করা হয়।
গ্রেফতার সিরাজুল ইসলাম যশোর জেলার অভয়নগর থানার রাজারঘাট গ্রামের আব্দুল আজিজ বিশ্বাসের ছেলে। আর উদ্ধারকৃত নারীরা হলেন- সাভারের কাউন্দিা ইউনিয়নের লিমা আক্তার (২২), প্রিয়াংকা (২৯) এবং তাসলিমা আক্তার আন্নি (২৭)।
র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে অসহায় নারীদের বিদেশে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে আন্তজার্তিক নারী পাচারকারী চক্রের প্রধান সিরাজুল ইসলাম ভারতসহ বিভিন্ন দেশে পাচার করে আসছিল। কয়েকজন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাকে ধরতে মাঠে নামে র‌্যাব। পরে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সাভারের আমিন বাজার থেকে তিন নারীকে ভারতে পাচারের উদ্দেশ্যে গাড়িতে উঠানোর সময় সিরাজুলকে গ্রেফতার করা হয়। এসময় অপহৃত তিন নারীকে উদ্ধার করা হয়েছে।
র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং বলেন, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক পাচার চক্রের প্রধান সিরাজুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মানবপাচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জনান তিনি

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap