খোরশেদরশেদ আলম, সাভার প্রতিনিধিঃ
সাভারে আশুলিয়ায় গোয়াইল বাড়ী-জিরানী আঞ্চলিক সড়কে দূর্ঘটনাবশত চাকা ফেঁটে শ্রমিকবাহী বাস খাদে পড়ে ১২জন আহত হয়েছেন। তবে এ ঘটনায় কেউ মারা যায়নি বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে গোয়াইলবাড়ী-জিরানী আঞ্চলিক সড়কের গোয়াইলবাড়ী বাজারের সংলগ্ন এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, সকালে শিমুলিয়া ইউনিয়নের পাড়াগ্রাম থেকে ২০-২৫ জন শ্রমিক নিয়ে টেঙ্গুরী এলাকায় স্পিনিং ট্রেড লিমিটেড কারখানায় যাচ্ছিলো বাসটি। মূলত ওই কারখানার শ্রমিক পরিবহন কাজে বাসটি ব্যবহৃত হতো।
পরে গোয়াইলবাড়ী এলাকায় পৌঁছলে বাসটির সামনে চাকা ফেটে গেলে তা নিয়ন্ত্রণ হারিয়ে সেড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় স্থানীয়রা দ্রুত বাসের ভিতর থেকে আহত ১০-১২ জন শ্রমিককে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে প্রেরণ করে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, দূর্ঘটনাকবলিত বাসের ভিতর তারা তল্লাশি চালিয়ে আটকে থাকা অবস্থায় কাউকে পাননি। এঘটনায় কেউ মারাও যায়নি। সবশেষ বাসটি খাদের পানি থেকে উদ্ধারে তাদের তৎপরতা চলছে বলে জানান তিনি।