আজ ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ট্রেনে কাটা
ট্রেনে কাটা

কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু 

ফজলুল হক, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

উপজেলার রতনপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে হযরত আলী নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত হলেন, কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকার মৃত সাদেক সরকারের ছেলে হযরত আলী (৮৫)।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, হযরত আলীর ডায়বেটিস থাকার কারণে প্রতিদিন সকালে রাস্তা দিয়ে হাঁটাহাটি করতেন। রবিবার সকালে রতনপুর ট্রেনের রাস্তা দিয়ে  হাঁটাহাটি করছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগরগামী একতা এক্সপ্রেসের ট্রেনের নিচে কাটা পড়ে তিনি মারা যান। পরে খবর পেয়ে লাশটি নিয়ে তার পরিবারের লোকজন পারিবারিক কবরস্থানে দাফন করেন।

মৌচাক রেল স্টেশন মাস্টার রশিদ হোসেন জানান, আমরা সংবাদ পাওয়ার আগেই লাশটি তার পরিবারের লোকজন নিয়ে গেছে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap