আজ ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ধামরাইয়ে গাজীখালী নদীতে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু

সাভার প্রতিনিধিঃ  
ঢাকার ধামরাইয়ে নানীর সাথে নদীতে গোছল করতে গিয়ে মরিয়ম আক্তার (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (০৫ সেপ্টেম্বর)  দুপুর ৩টা দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের হাতকোড়া এলাকায় এঘটনা ঘটে।
মৃত্যু মরিউম সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চৌধুরী ঘুঘাট গ্রামের ফরিদুল ইসলামের মেয়ে। সে পরিবারের সাথে ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়ন হাতকোড়া গ্রামের লাবলু মিয়া বাড়ীতে ভাড়া থাকতো।
নিহতের স্বজনরা জানায়, দুপুরে নানীর সাথে গাজীখালী নদীতে গোসল করতে গিয়ে স্রোতে  হারিয়ে যায় শিশু মরিয়ম। পরে স্থানীরা অনেক খোঁজ করে প্রায় এক ঘন্টা পর একটি বাঁশের সাকোর মধ্যে ভেসে ওঠা অবস্থায় মরিয়মের নিথর দেহ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাসেল মোল্লা জানান, গাজীখালী নদীতে গোসলে নেমে পানিতে ডুবে এক শিশু মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে৷ এ ঘটনায় অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap