আজ ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ক্ষুর দিয়ে খুন;একজনের যাবজ্জীবন

রাজধানীর তেজগাঁওয়ে অলি উল্লাহ ভুইয়া ওরফে কালু (৩৭) নামের এক যুবককে ক্ষুর দিয়ে জবাই করে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আলমগীর ওরফে মুন্না (৩৩) নামের এক আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
রোববার (১৩ অক্টোবর) ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মাদ রবিউল আলম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। আসামি আলমগীর চাঁদপুর সদর থানার মধ্য কল্যানদি গ্রামের মো. নুরুল ইসলাম সরদারের ছেলে।
মামলার অভিযোগ থেকে জানা যায়, অলি উল্লাহ ভুইয়া ওরফে কালু রাজধানীর পূর্ব তেজতুরীবাজার এলাকায় ভাড়া বাসায় থেকে কারওয়ানবাজারে ব্যবসা করতেন। ২০১৫ সালের ৩ জানুয়ারি বিকেলে পূর্বশত্রুতার জের ধরে ঘুমন্ত অবস্থায় অলি উল্লাহ ভুইয়া ওরফে কালুকে ক্ষুর দিয়ে জবাই করেন মুন্না।
আশপাশের লোকজন তাকে আটক করে পুলিশে দেন। ওই ঘটনায় নিহতের বড় ভাই মো. আলমগীর হোসেন তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মুন্না।
২০১৫ সালের ১৯ মে তেজগাঁও থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম আসামি মুন্নার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। একই বছরের ৩১ আগস্ট আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap