আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আশুলিয়ায় দুর্বৃত্তদের বিষ প্রয়োগে কোটি টাকার উপরে খামারের মাছ মরে যায়

সাভার    প্রতিনিধি:

ঢাকার আদূরে শিল্পাঞ্চল আশুলিয়া, আশুলিয়া জিরাবো এলাকায় আনুমানিক ৫০, ৬০  বিঘা জমির উপরে মাছ চাষ করে আসছিলেন বড় আয়তনের একটি পুকুরে পুকুর মালিক বলছেন  পূর্বশত্রুতার জের ধরেই আমাদের মাছগুলো দুর্বৃত্তরা  মেরে ফেলেছে । এতে  কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পুকুর মালিকদের।

শুক্রবার (১৪ আগস্ট) সকালে আশুলিয়ার জিরাবো এলাকার দেওয়ান ইদ্রিস আলী স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকার ‘প্রাণ প্রকৃতি অ্যাগ্রো’ নামের  মাছের খামারে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে এ ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।  হাজার হাজার মুন মাছ পচে এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে মারাত্মক হুমকির মুখে পড়েছে পরিবেশ।

পুকুরের মালিক শরিফুল ইসলাম সাংবাদিকদের বলেন, ১৯৯৮ সাল থেকে পুকুরে মাছচাষ করছি।

বৃহস্পতিবার দিনগত রাতের কোনো এক সময় আমার মাছের বড় পুকুরে বিষ দেয় দুর্বৃত্তরা। এতে পুকুরের হাজার হাজার মণমাছ মরে যায়, কার্প জাতীয় মাছ মারাগেছে যার বাজার মূল্য প্রায় কোটি টাকারও বেশি।

তিনি বলেন, আমার বাবা জিরাবো গ্রামের মৃত চান মিয়া বেপারী। আমরা পাঁচ ভাই মিলে নিজস্ব আনুমানিক ৫০,৬০ বিঘার একটি বড় পুকুরে  কোটি টাকা ব্যয় করে রুই, কাতলা, সিলভার কার্প, ব্রিগহেড কার্প, টেংরাসহ দেশি পুঁটি মাছের চাষ করছিলাম। গত ২২ বছরে এমন কোনো ক্ষতি হয়নি। খামারের পানির নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। একই সঙ্গে থানায় অভিযোগের ব্যবস্থা নেওয়া হচ্ছে।এ ব্যাপারে সাভার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হারুন-অর-রশিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে আমাদের প্রতিনিধি টিম রওনা করেছে।

বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আরা নিপা  বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। প্রশাসন এ বিষয়ে কাজ করছে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap