আজ ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বরিশাল বাকেরগঞ্জে ছাত্রদল নেতার হাত ও পায়ের রগ কাটলেন এক বিএনপি নেতা

বরিশাল বাকেরগঞ্জে ছাত্রদল নেতার হাত ও পায়ের রগ কাটলেন এক বিএনপি নেতা

ডেস্ক নিউজ:

বরিশাল বাকেরগঞ্জে ছাত্রদলের এক নেতার হাত, পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে।

শনিবার অনুমানিক রাত ১০ টায় নিয়ামতি বাজারে এ ঘটনা ঘটে। নিয়ামতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সালাম মৃধা ও যুগ্ম আহ্বায়ক শাহিন ফরাজীকে ইতোমধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

জানা যায়, ভুক্তভোগী আসাদুল্লাহ নিয়ামতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য প্রথমে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে থেকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর পঙ্গু হাসপাতালে নেওয়া হয়।

ভুক্তভোগী আসাদুল্লাহ নিয়ামতি বাজারে গেলে বিএনপি নেতা সালাম ও শাহীনের নেতৃত্বে একদল যুবক ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। আত্মরক্ষার চেষ্টা করলে তাকে রাস্তার ওপর ফেলে পেটানো হয় এবং এক পর্যায়ে তিনি জ্ঞান হারান। এ ঘটনায় রোববার বাকেরগঞ্জ উপজেলা, পৌর, কলেজ ছাত্রদল নেতারা বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap