বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর পক্ষে অনলাইন কার্যক্রম পরিচালনার অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম ‘জিয়া সাইবার ফোর্স’-জেড সি এফ আশুলিয়া থানা শাখার নবনির্বাচিত কমিটির মত বিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ ফেব্রুয়ারি) আশুলিয়ার ঘোষবাগে এম ইয়াসিন ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভার শুরুতে আশুলিয়া থানা শাখার নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন কেন্দ্রীয় কমিটি ও সাভার এবং ধামরাই উপজেলা শাখার নেতৃবৃন্দরা।
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ আশুলিয়া থানা শাখার সভাপতি মো. মতিউর রহমান এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শাহরিয়ার বেহেস্তি।
এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জিয়া সাইবার ফোর্স-জেড সি এফ এর কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান
মনজুরুল ইসলাম মেঘ। তিনি বলেন- জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ এর আশুলিয়া থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে আমি থাকতে পেরে সত্যিই আনন্দিত। আমাকে এই দুর্দান্ত সুযোগ দেয়ার জন্য কমিটির সকলকে ধন্যবাদ জানাই । গত ১৬ বছরে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার আমাদের দেশকে লুট করেছে, দুর্নীতির মাধ্যমে দেশের সম্পদ বিদেশে পাচার করে আমাদের মেহনতি মানুষের রক্ত চুষে নিয়েছে। দেশের জনগণ ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হয়েছে।
তিনি আরো বলেন, ৫ আগস্টে আওয়ামী সরকার পলায়ন করার পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার আগ পর্যন্ত দেশে কোন সরকার ছিলনা, দেশ অন্ধকারে ছিলো। একই ঘটনা ১৯৭১ সালের ২৫ মার্চ ঘটেছিল, যখন পাকিস্তানী হানাদার বাহিনীরা দেশে আক্রমণ করছিল তখনও আওয়ামী লীগ দেশ থেকে পলায়ন করছিলো।দেশের মানুষকে রক্ষা করতে শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার পরে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি।
আওয়ামী লীগের ইতিহাস হলো পলায়নের ইতিহাস। দেশকে বার বার বিপদগ্রস্ত করে তাঁরা পালিয়েছে। আওয়ামী লীগ মানেই লুটেপুটে খেয়ে দেশকে বিপদে ফেলে পলায়নের ইতিহাস। অথচ আমাদের নেত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া গণতন্ত্র উদ্ধারের জন্য মিথ্যা মামলায় কারাবরণ করেছেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে তাঁর অবদান বিশ্বে বিরল। দেশের প্রধান প্রধান রাজনৈতিক দল নিয়ে দেশবিরোধী অথবা স্বৈরাচারী বিতর্ক থাকলেও বিএনপি নিয়ে কোন বিতর্ক নেই। বিএনপি যখন ক্ষমতায় থাকে দেশ নিরাপদ থাকে।
তিনি আরো বলেন, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমাদের কাজ করতে। আমাদের জনসমর্থন তৈরি করতে হবে। আমাদের অনলাইন সমর্থক বাড়াতে হবে। জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ বিএনপির অনলাইন ফোর্স হিসেবে কাজ করছে, আগামীতেও করবে ইনশাল্লাহ। আমাদের নেতা তারেক রহমান যখন যে নির্দেশনা দিবে আমরা ঐক্যবদ্ধ থেকে সেই নির্দেশনা মেনে চলবো। আমাদের কোন গ্রুপ নেই, আমাদের একটাই পরিচয় আমরা জিয়াউর রহমানের আদর্শের রাজনৈতিক কর্মী। জিয়া সাইবার ফোর্স- জেড সি এফ কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী সারা দেশে আমরা অনলাইনে সকল প্রকার অপপ্রচার রোধ করতে সাইবারে সক্রিয় থেকে মোকাবেলা করবো ইনশাল্লাহ।
মনজুরুল আরো বলেন, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে আমরা প্রতিযোগী নই, তবে আমরা একটি পরিবার, আমাদের নিজেদের মধ্যে যেনো কোন গ্রুপিং তৈরি না হয়। ফ্যাসিবাদের দোসররা সক্রিয় আছে, তারা গ্রুপিং তৈরি করার অপচেষ্টা করে যাচ্ছে, আমাদের সজাগ থাকতে হবে। অনুপ্রবেশ কঠোরভাবে ঠেকাতে হবে।
আরো বক্তব্য রাখেন – জিয়া সাইবার ফোর্স-জেড সি এফ এর ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক এ এস এম আব্দুল্লাহ আল-মারুফ, সাভার উপজেলা শাখার সভাপতি নাজির খান লিটন, ধামরাই উপজেলা শাখার সভাপতি ইয়াসির আরাফাত হিমেল, সাভার উপজেলা শাখার সহ-সভাপতি রেজাউল কবির সবুজ, মো. আনিসুর রহমান, মাজহারুল হক ভূঁইয়া।
এসময় নাজির খান লিটন বলেন-
উপস্থিত সকলকে ধন্যবাদ। গত ১৬ বছর ধরে আমরা ফ্যাসিবাদী সরকারের প্রভাবে রয়েছি। সর্বক্ষেত্রে আমাদেরকে গণতান্ত্রিক অধিকার হরণ করে দমিয়ে রাখা হয়েছিল। একটি জাতি হিসাবে আমাদের নাগরিক অধিকারগুলো আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। আমরা চাই না কোনও ফ্যাসিবাদী আমাদের কাছে আসুক। আমাদের সম্মিলিত কর্মশক্তি হচ্ছে আমাদের সাধারণ মানুষ। জাতীয়তাবাদের আদর্শের উজ্জীবিত হয়ে আমরা জনসম্পৃক্ততা তৈরি করে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করে দেশকে এবং দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি।
ইয়াসির আরাফাত হিমেল বলেন-
ফ্যাসিস্ট চলে যাওয়ার পরেও কিন্তু আপনারা আন্দোলনে জড়িত আছেন। কারণ ফ্যাসিস্ট চলে গেছে ঠিকই কিন্তু তাদের দোসররা এখনো রয়ে গেছে। যেকোন মুহূর্তে তাঁরা আবার আক্রমণ করতে পারে তাই আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে আবারো আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে। যাদের এই সৎ সাহস আছে তাঁরাই কেবল এই জিয়া সাইবার ফোর্স-জেড সি এফ এ যুক্ত হবেন। সৎ সাহস না থাকলে যুক্ত হওয়ার প্রয়োজন নেই। সর্বোপরি আশুলিয়া থানা শাখার কমিটির জন্য দোয়া ও শুভ কামনা রইলো।
এসময় জিয়া সাইবার ফোর্স-জেড সি এফ আশুলিয়া থানা শাখার নবনির্বাচিত কমিটির সদস্যগণ, এড. আনিসুর রহমান, হাফিজুর রহমান, দেলোয়ার শিকদার সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।