আজ ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সাভারে অঙ্গীভূত আনসার সদস্যদের মাঝে কম্বল বিতরণ

সাভার প্রতিনিধি

আনসার সদস্যদের রেস্ট প্রথা বাতিল হওয়ার পর এবারই প্রথম সাভারে আনসার সদস্যদের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ মোস্তাক আহমেদ এই কম্বল বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। বুধবার বিকেলে সাভার উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ে উপজেলার বিভিন্ন গার্ডের অঙ্গীভূত ৯৪৬ জন আনসার সদস্যদের মাঝে বিতরণ করা হয় কম্বল।
এসময় বাহিনীতে দীর্ঘদিন ধরে অক্লান্ত পরিশ্রম করা সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জেলা কমান্ড্যান্ট বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে নিয়োজিত থেকে রাষ্ট্র সেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এসকল আনসার সদস্যরা। বাংলাদেশ সরকার ও বাহিনী সবসময় তাদের পাশে আছে ও থাকবেন ।
তিনি আরো বলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এসজিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়ের দিকনির্দেশনায় বাহিনী সদস্যদের সদস সুবিধা বৃদ্ধির একটি অংশ হিসেবে স্থায়ীভাবে গার্ড আনসারদের কম্বল বিতরণ করা হয়েছে। সামনে বাহিনীর সকল সদস্যদের জন্য আরও সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হবে বলেও জানান তিনি।
কম্বল বিতরণ অনুষ্ঠানে সাভার উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আনিসুর রহমান সহ বিভিন্ন গার্ডের পিসি এপিপি ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap