আজ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জে অনুষ্ঠিত হলো নিরাপদ অভিবাসন ও রেমিট্যান্স ব্যবস্থাপনা বিষয়ক কমিউনিটি সংলাপ।

বিশেষ প্রতিনিধি:

মানিকগঞ্জে নিরাপদ অভিবাসন ও রেমিট্যান্স ব্যবস্থাপনা বিষয়ক
কমিউনিটি পর্যায় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে জেলাপ্রশসাক কার্যালয়ে বেসরকারী সংস্থা ব্র্যাকের আয়োজনে এই সংলাপ অনুষ্ঠিত হয়। ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক
এসএম ফেরদৌস।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক ফৌজিয়া খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.
মনিরুজ্জামান।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিপ্তরের উপ-পরিচালক মো. আবুল হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসরীন পারভীন, জনশক্তি ও কর্মসংস্থান অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান, টিটিসি’র অধ্যক্ষ নূর অতএব
আহম্মেদ, আইওএম প্রতিনিধি লায়লা খাতুন, মানিকগঞ্জ
প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সিংগাইর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ারা খাতুন, ব্র্যাক মাইগ্রেশন কর্মকর্তা শোভন বিম্ভাস, মানিক রাহা প্রমূখ।

অনুষ্ঠানে ব্র্যাকের পক্ষ থেকে বিদেশ ফেরত ২জনকে ৮০ হাজার টাকা করে মোট ১ লক্ষ ৬০ হাজার টাকার চেক প্রদান করা হয়। এসময় বক্তারা নিরাপদ অভিবাসনের ওপর গুরুত্বারোপ করে বলেন, যারা বিদেশ যেতে চান তারা
ভালোভাবে খোঁজ খবর নিয়ে বিদেশ যাবেন। যাতে কোন দালালের খপ্পরে পড়ে বিদেশ থেকে ফেরত এসে নিঃস্ব হয়ে পরিবার ও দেশের বোঝা না
হোন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাক মাইগ্রেশন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap