আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদে নামাজ চালু রয়েছে, আদায় হবে রমজানের দ্বিতীয় জুমআ

নিউজ ডেস্ক

প্রাণঘাতী বৈশ্বিক মহামারি করোনার প্রাদুর্ভাবের মধ্যেই এবারের রমজান শুরু হয়েছে। করোনার কারণে সব মসজিদে নামাজ স্থগিত থাকলেও ছোট পরিসরে মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদে নামাজ চালু রয়েছে। বরাবরের মতো সংক্ষিপ্ত পরিসরে রমজানের দ্বিতীয় জুমআ অনুষ্ঠিত হবে। জুমআর খুতবা প্রদান ও ইমামতির জন্য নামাজের ইমাম নির্ধারণ করেছেন হারামাইন কর্তৃপক্ষ।

রমজানের দ্বিতীয় জুমআয় মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদে খুতবা ও নামাজ পড়াবেন যথাক্রমে-

– কাবা শরিফের প্রবীণ ইমাম শায়খ ড. উসামা বিন আব্দুল্লাহ খাইয়্যাত।
– মদিনার প্রসিদ্ধ ইমাম শায়খ ড. আব্দুল্লাহ বিন আব্দুর রহমান বুয়াইজান।

পবিত্র নগরী মক্কা মুকাররমার কাবা শরিফ ও মদিনা মুনাওয়ারার মসজিদে নববিতে ১৫ মিনিটের মধ্যে খুতবা ও জুমআ আদায়ের ব্যাপারে সরকারি নির্দেশনা জারি রয়েছে। এ দুই পবিত্র মসজিদের জামাআতে স্থানীয়দের অংশগ্রহণেও রয়েছে নিষেধাজ্ঞা।

রহমতের বার্তাবাহী মাস রমজান। রমজানজুড়ে মক্কা-মদিনায় ইফতারের জমায়েত ও ইতেকাফ না হলেও সংক্ষিপ্তাকারে ১০ রাকাআত তারাবিহ অনুষ্ঠিত হচ্ছে। আল্লাহ তাআলা রমজানের রহমতে চলমান করোনা পরিস্থিতি থেকে পুরো বিশ্বকে মুক্তি দিন। আমিন।

এ কে এস/

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap