নিউজ ডেস্ক
প্রাণঘাতী বৈশ্বিক মহামারি করোনার প্রাদুর্ভাবের মধ্যেই এবারের রমজান শুরু হয়েছে। করোনার কারণে সব মসজিদে নামাজ স্থগিত থাকলেও ছোট পরিসরে মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদে নামাজ চালু রয়েছে। বরাবরের মতো সংক্ষিপ্ত পরিসরে রমজানের দ্বিতীয় জুমআ অনুষ্ঠিত হবে। জুমআর খুতবা প্রদান ও ইমামতির জন্য নামাজের ইমাম নির্ধারণ করেছেন হারামাইন কর্তৃপক্ষ।
রমজানের দ্বিতীয় জুমআয় মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদে খুতবা ও নামাজ পড়াবেন যথাক্রমে-
- কাবা শরিফের প্রবীণ ইমাম শায়খ ড. উসামা বিন আব্দুল্লাহ খাইয়্যাত।
- মদিনার প্রসিদ্ধ ইমাম শায়খ ড. আব্দুল্লাহ বিন আব্দুর রহমান বুয়াইজান।
পবিত্র নগরী মক্কা মুকাররমার কাবা শরিফ ও মদিনা মুনাওয়ারার মসজিদে নববিতে ১৫ মিনিটের মধ্যে খুতবা ও জুমআ আদায়ের ব্যাপারে সরকারি নির্দেশনা জারি রয়েছে। এ দুই পবিত্র মসজিদের জামাআতে স্থানীয়দের অংশগ্রহণেও রয়েছে নিষেধাজ্ঞা।
রহমতের বার্তাবাহী মাস রমজান। রমজানজুড়ে মক্কা-মদিনায় ইফতারের জমায়েত ও ইতেকাফ না হলেও সংক্ষিপ্তাকারে ১০ রাকাআত তারাবিহ অনুষ্ঠিত হচ্ছে। আল্লাহ তাআলা রমজানের রহমতে চলমান করোনা পরিস্থিতি থেকে পুরো বিশ্বকে মুক্তি দিন। আমিন।
এ কে এস/