মানিকগঞ্জে জিয়া সাইবার ফোর্সের কর্মী সভা ও ইফতার অনুষ্ঠান আয়োজিত হয়েছে। কর্মী সভা ও ইফতার অনুষ্ঠানটি জিয়া সাইবার ফোর্সের মানিকগঞ্জ জেলা শাখা নেতা-কর্মীদের উদ্যোগে আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জ জেলার ঘরপাড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের হল রুমে কর্মী সভাটি অনুষ্ঠিত হয়। এসময় কর্মী সভায় উপস্থিত হওয়া নেতা কর্মীরা সবাই সংগঠনের জন্য নিজ নিজ মন্তব্য ও পরামর্শ প্রদান করেন।
কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্সের ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক জনাব এ এস এমন আব্দুল্লাহ আল মারুফ।
[gallery columns="4" ids="8763,8764,8765,8766" orderby="rand"]
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে নিরালস ভাবে কাজ করে যেতে হবে। গ্রামে গ্রামে প্রতিটি ঘরে ৩১ দফা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে অবহিত করতে হবে। এসময় তিনি আরো বলে, জিয়া সাইফার ফোর্সের মানিকগঞ্জ জেলার প্রতিটি সদস্য মুল দলের সকল কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করবে।
এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্সের ঢাকা বিভাগের একাংশের বিশেষ দায়িত্বপ্রাপ্ত ও সাভার উপজেলা সভাপতি জনাব নাজির খান লিটন।
প্রধান আলোচক উপস্থিত নেতাকর্মীদের পরামর্শ মূল্যায়ন করে বলেন, জুলাই আন্দোলনে বিএনপি যে গনজোয়ার তুলেছে ঠিক একইভাবে আগামী নির্বাচন পর্যন্ত এই গনজোয়ার অব্যাহত থাকবে। এসময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, জিয়া সাইবার ফোর্সের মাধ্যমে যেন কোন ফ্যাসিস্টরা পুনঃ নির্বাসিত হতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে সকলের। এসম তিনি অনুপ্রবেশকারীদের ব্যাপারে নেতাকর্মীদের কঠোর হওয়ার আহব্বান জানান।
কর্মীসভা শেষে নেতাকর্মীদের সাথে নিয়ে প্রধান অতিথি ও প্রধান আলোচক সাধারণ জনতার মাঝে, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা সমন্বিত লিফলেট বিতরণ করেন।
এছাড়াও কর্মীসভা ও ইফতার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্সের ধামরাই উপজেলা সভাপতি জনাব ইয়াসির আরাফাত হিমেল, সাভার উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক জনাব হাফিজুর রহমান হাফিজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ন আহবায়ক সেলিম রেজা ও সাভারের বিশিষ্ট ব্যবসায়ী নাজিব খান নিপু সহ মানিকগঞ্জ জেলার নেতাকর্মীরা