আসাদুজ্জামান খাইরুল, বিশেষ প্রতিনিধি
ঈদ ও গার্মেন্টস শিল্পকে টার্গেট করে জাল রেভিনিউ স্ট্যাম্প চক্র ব্যাপক সক্রিয় হওয়ার তথ্য পেয়ে, অভিযান পরিচালনা করে আশুলিয়া থানা পুলিশ। অভিযানে দুই কোটি টাকা মূল্যের জাল রেভিনিউ স্ট্যাম্প ও নগদ ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়।
৭ এপ্রিল রবিবার দুপুরে, ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অপস এন্ড ট্রাফিক উত্তর) আব্দুলাহ হিল কাফি সাংবাদিকদের বলেন, চক্রটি ঈদ ও গার্মেন্টস শিল্প কে টার্গেট করে কোটি কোটি টাকা মূল্যের জাল স্ট্যাম্প ছাপিয়ে প্রতারণা করছে। এমন সংবাদের ভিত্তিতে ৬ এপ্রিল শনিবার বিকেলে দক্ষিণ বাইপাইল ডংলিয়ান ফ্যাশন (বিডি) লিঃ এর ৫ম তলা হিসাব রক্ষকের অফিস থেকে ২ কোটি টাকা মূল্যের জাল রেভিনিউ স্ট্যাম্প এবং প্রধান আসামি সহ দুই জনকে আটক করা হয়েছে।
প্রধান আসামী মোঃ আসিফ ইকবাল (৩৮) কে জিজ্ঞাসাবাদ করে ২নং আসামী মোঃ জুয়েল মোল্লা (৪২) কে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মূল্যমানের অবৈধ জাল রেভিনিউ স্ট্যাম্প ক্রয়-বিক্রয় করিয়া আসিতেছে।
তাদের কাছ থেকে ১০ (দশ) টাকা মূল্যমানের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় প্রতিকের মনোগ্রাম সম্বলিত জাল রাজস্ব (REVENUE) ষ্ট্যাম্প এর ৭৯ পাতা প্রতিটি পাতায় ২০০ টি করে মোট ৭৯x২০০=১৫৮০০ পিচ, ১৫৮০০০/-টাকা মূল্যের ও বিক্রয়লব্দ অর্থ নগদ ৭,০০০/-টাকা । এবং ৫০০ (পাঁচশত) টাকা মূল্যমানের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় প্রতিকের মনোগ্রাম সম্বলিত কথিত জাল বিশেষ আঠালো স্ট্যাম্প এর ২০০ পাতা যাহার প্রতিটি পাতায় ২০০ টি করে মোট ২০০x২০০=৪০,০০০ পিচ, যাহার মূল্যমান ২,০০,০০,০০০/- (দুই কোটি) টাকা, এবং স্ট্যাম্প বিক্রয়লব্দ অর্থ নগদ ১০,০০০/-টাকা উদ্ধার করা হয়।