প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৪:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৭, ২০২০, ৪:৪৪ পূর্বাহ্ণ
ব্যতিক্রমী ত্রাণ বিতরণ কর্মসূচি, ধামরাই উপজেলা ছাত্রলীগের।
ধামরাই প্রতিনিধি :
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায়, করোনা প্রকোপে দেশব্যাপী পরিচালিত ছাত্রলীগের নানামুখী কার্যক্রমের অংশ হিসেবে, রবিবার ধামরাই উপজেলার, সানোড়া ইউনিয়নে পরিচালিত হয় এক ব্যতিক্রমী ত্রাণ বিতরণ কার্যক্রম।
সমাজের সর্বনিম্ন ও নিগ্রীত অসচ্ছল তৃতীয় লিঙ্গের(হিজড়া) মানুষের মাঝে বিতরণ করা হয় এই ত্রাণ সামগ্রী।
ধামরাই উপজেলা ছাত্রলীগের অন্যতম সংগঠক মোঃ জামিল হোসেন এর ব্যক্তিগত অর্থায়নে, প্রত্যেক হিজড়ার নিকট একটি করে ত্রাণ সামগ্রীর ব্যাগ হস্তান্তর করা হয়।
তিনি ইতিপূর্বে ধামরাই উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে সরকারি ও বেসরকারিভাবে পরিচালিত একাধিক ত্রাণ কার্যক্রমে অংশনেন, এছাড়াও অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়ার স্বেচ্ছাশ্রমে নেতৃত্ব দেন।
উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট গবেষক ও আওয়ামীলীগ নেতা মোশাররফ হোসেন বাবুল হিজড়াদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহবান জানিয়ে, মোঃ জামিল হোসেনকে অসচ্ছল হিজড়া সম্প্রদায়ের ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণের কাজে, সবধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এছাড়াও ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন সুমন আহমেদ,বিশ্বজীৎ বনিক,আবির আহমেদ মেহেদি,আবুল কালাম আজাদ প্রমুখ ছাত্রলীগের স্থানীয় নেতৃবৃন্দ ।
www.banglapaper24.com