-শামসুল হক বাবু-
এমআরএসসি ঢাকা এর উদ্যোগে কেরানীগঞ্জ উপজেলার সাক্তা ইউনিয়ন পরিষদ হলরুমে মানব পাচার প্রতিরোধ ও অনিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে সাক্তা ইউনিয়ন পরিষদে সিটিসি কমিটির মিটিং অনুষ্ঠিত হয়।
মিটিং সঞ্চালনা করেন সাক্তা ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আব্দুল গনি। মিটিং এর সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সিটিসি কমিটির সভাপতি হাজী মোহাম্মদ হাবিবুর রহমান।
তিনি স্বাগত বক্তব্যে বলেন মানব পাচারের যারা শিকার হয় তারা খুবই ক্ষতিগ্রস্ত হয়। ব্যক্তিগত পারিবারিক ও সামাজিক জীবনে এই ক্ষতি কাটিয়ে ওটা তাদের পক্ষে অনেকটাই সম্ভবপর হয় না। তাই যারা এই মানব পাচারের কাজের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে পারলে মানব পাচার প্রতিরোধ করা সম্ভব হবে বলে তিনি জানান।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের এমআরএসসি ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন সিটিসি কমিটিতে উপস্থিত সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং বলেন একদিকে মানব পাচার আমাদের জন্য যেমন ক্ষতির কারণ অন্যদিকে নিরাপদ অভিবাসন আমাদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। কারণ যারা বিদেশ যেয়ে রেমিটেন্স পাঠিয়ে আমাদের দেশের অর্থনৈতিক চাকাকে সচল করছে। অন্যদিকে যারা বিদেশ যাবার নামে প্রতারিত হচ্ছে এবং মানব পাচারের শিকার হচ্ছে তারা নিজেরা এবং তাদের পরিবার অর্থনৈতিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই উপস্থিত সম্মানিত সি টি সি কমিটির সদস্যদের তিনি আহ্বান জানিয়ে বলেন এলাকায় যেন মানব পাচারের শিকার কেউ না হয় সেই দিকে নজর রাখতে হবে।
অন্যদিকে সঠিক নিয়ম মেনে বিদেশ গিয়ে নিজের এবং পরিবারের উন্নতি করতে পারে সেই বিষয়ে সচেতন হয়ে কাজ করার জন্য আহবান জানান।
সিটিসি মিটিংয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, পরিষদের সদস্য, ইমাম, সমাজসেবক গণ্যমান্য ব্যক্তি, এনজিও প্রতিনিধি, শিক্ষক ও বিদেশ ফেরত সহ ৩০ জন উপস্থিত ছিলেন। সিটিসি মিটিং এর আলোচনা সভায় সকলেই একমত হয়ে বলেন যে মানব পাচার প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই।