বিশেষ প্রতিনিধি ( ঢাকা)
সাভার উপজেলার আশুলিয়া থানায় কয়েকটি এলাকা আওতাভুক্ত করে 'জোনাল বিপণন অফিস আশুলিয়া' এর উদ্বোধন করে গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ( তিতাস)। এ সময় তিতাসের ব্যবস্থাপনা পরিচালক বলেন গ্রাহকদের মানসম্মত সেবা প্রধান করাই হচ্ছে মূল উদ্দেশ্য তিতাসের।
রোববার (৭ই মে) আশুলিয়া বাইপাইল মডেল টাউন রোড এলাকায়, ডক্টরস প্যালেসের দ্বিতীয় তলায় বিকেল পাঁচটায় তিতাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এই জোনাল অফিসটি উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মোঃ হারুনুর রশিদ মোল্লা।
প্রধান অতিথি কেক কেটে অফিসের উদ্বোধন ও জোনাল অফিস আশুলিয়ার কর্মসূচির চালুর ঘোষণা করেন। এ সময় তিনি বলেন গ্রাহকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এই জোনাল অফিসের ব্যবস্থা করেছে তিতাস। পাশাপাশি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও তিতাস ডিস্ট্রিবিউশনের তদারকি করা হবে এই অফিস থেকে।
তিন আরও বলেন যেহেতু পেট্রো বাংলা থেকে গ্যাস কিনে গ্রাহকদের কাছে ডিস্ট্রিবিউশন করা হয় তাই অবৈধ সংযোগ এর ফলে তিতাসকে গুনতে হয় জরিমানা। এজন্য এই অবৈধ সংযোগ এর বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে তিতাস। এ সময় তিনি ইন্ডাস্ট্রিয়াল সহ যেকোন অবৈধ সংযোগের কোন ইনফরমেশন থাকলে তা তিতাস কর্তৃপক্ষের নিকট জানানোর অনুরোধ করেন উপস্থিত সকলের কাছে।
ব্যবস্থাপক (জোবিঅ) আশুলিয়া এর প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার বিপণন বিভাগের উপব্যবস্থাপক আনিসুজ্জামান, গাজীপুর উপ ব্যবস্থাপনা পরিচালক মো সেলিম মিয়া,ও উপ ব্যবস্থাপনা পরিচালক সত্যজিৎ ঘোষ, মহাব্যবস্থাক প্রশাসন প্রকৌশলী এস এম আলিনুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক (আবিডি গাজীপুর) প্রকৌশলী কাজী মোঃ সাইদুল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক (আবিডি নারায়ণগঞ্জ) প্রকৌ মোঃ আনিসুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক (আবিডি ময়মনসিংহ) প্রকৌশলী সত্যজিত ঘোষ, উপমহাব্যবস্থাপক আবিবি সাভার প্রকৌশলী অজিত চন্দ্র দেব, ও পরিচালক অপারেশন মোঃ সেলিম মিয়া উপব্যবস্থাপনা পরিচালক (আবিডি) গাজীপুর প্রকৌশলী কাজী মোঃ সাইদুল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক (আবিডি) নারায়ণগঞ্জ প্রকৌশলী মোঃ আনিসুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক (আবিডি) ময়মনসিংহ প্রকৌশলী সত্যজিত ঘোষ,
মহাব্যবস্থাক প্রশাসন এস এম আলিনুর রহমান, পরিচালক অপারেশন প্রকৌশলী মোঃ সেলিম মিয়া, উপমহাব্যবস্থাপক (আবিবি) সাভার প্রকৌশলী অজিত চন্দ্র দেব সহ তিতাস ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লিমিটেডের সাভার আশুলিয়ার কর্মকর্তা কর্মচারীগণ।