প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ১০:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৭, ২০২৩, ৭:৪০ অপরাহ্ণ
ভোরবেলা বের হলেন রিকশা নিয়ে দুপুরে ফিরলেন মৃত হয়ে
বিশেষ প্রতিনিধি , সাভার (ঢাকা )
ঢাকার সাভারে নির্জন জঙ্গল থেকে এক অটোরিকশা চালকের মৃতদেহ উদ্ধার করে থানা পুলিশ। এসময় গাছের সঙ্গে বাঁধা অবস্থায় পাওয়া যায় রাজীব বেপারী নামের ঐ চালকের মৃতদেহ।
মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার এসআই বিপুল হোসেন। এর আগে সকাল ১০টার দিকে সাভারের আশুলিয়া থানার দোসাইদ এলাকার সরকারি উচ্চ বিদ্যালয়ের পেছনে নির্জন জঙ্গল থেকে রাজীবের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রাজীব বেপারীর গ্রামের বাড়ি ফরিদপুর জেলায়। আশুলিয়ার বাসাইদ এলাকায় পরিবারসহ বসবাস করতেন। পেশায় রিকশাচালক ছিলেন।
পুলিশ নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, ভোর ৪টার দিকে রাজীব অটোরিকশা নিয়ে বের হন। এরপর স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পরিবার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে পরিচয় শনাক্ত করে।
এবিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) বিপুল হোসেন বলেন, আমরা ৭টার দিকে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে লাশ উদ্ধার করি। তার মাথায় ইটের আঘাতের চিহ্ন রয়েছে। লাশের পাশে রক্তমাখা ইটও খুঁজে পেয়েছি। তার রিকশাটি খুঁজে পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনিয়ে নিতে রাজীব বেপারীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
www.banglapaper24.com