ঢাকা জেলার সাভারে, বাসা থেকে চুরি হওয়া নবজাতককে, অভিযান পরিচালনা করে উদ্ধার করে র্যাব। এ সময় অপহরণকারীকে গ্রেফতার করে র্যাব-০৪।
বুধবার ( ০৭-০৯-২০২২) দুপুরে, অপহরণকারী আসামী মোছাঃ শাহিদা বেগম (২৬)’কে, গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন, RAB-4, CPC-2 এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান।
এর আগে মঙ্গলবার ০৬ আগস্ট রাতে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ এলাকা হতে, নবজাতককে উদ্ধার করে র্যাব-০৪।
র্যাব জানায় গত সোমবার ( ০৫ আগস্ট) বিকেল ৩ টার দিকে শ্রমিক শামসুন্নাহার (৩৫) ও মোহাম্মদ বাদল (৪০) দম্পতি’র ০৪ দিন বয়সের ছেলে শিশুকে , অপহরণকারী মোসাঃ শাহিদা বেগম ও সোহেল রানা দম্পতি, দেখতে এসে সুকৌশলে চুরি করে নিয়ে যায়। পরে অপহরণকারী সোহেল রানা শিশুটির মা শামসুন নাহারের কাছে ৮০,০০০/- টাকা মুক্তিপণ চেয়ে ফোন করে। বিষয়টি নিয়ে শিশুর মা র্যাব-৪ এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে র্যাব-৪ এর গোয়েন্দা তৎপরতায়, র্যাব-৪ ও র্যাব-১২ যৌথ অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ এলাকা হতে মঙ্গলবার, নবজাতককে উদ্ধার করে।
এসময় দুই আসামির একজনকে গ্রেপ্তার করলেও মুক্তিপণ চাওয়া অন্য আসামি পালিয়ে যায়।
এ বিষয়ে RAB-4, CPC-2 এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী, পলাতক আসামীর সহযোগীতায় মোটা অংকের মুক্তিপণ আদায়ের জন্য ভিকটিম শিশুটিকে, অপহরণ করেছে বলে স্বীকারোক্তি প্রদান করেছে।
আটক আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতেও এইরুপ শিশু অপহরণকারী চক্রের বিরুদ্ধে র্যাব-৪ এর জোড়ালো অভিযান অব্যাহত থাকবে।