আসাদুজ্জামান খাইরুল- বিশেষ প্রতিনিধিঃ
আশুলিয়ায় একটি জুতা তৈরির কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডে তিন শ্রমিকের নিহত হওয়ার বিষয় নিশ্চিত করে ফায়ায় সার্ভিস। ফায়ায় সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় তিন ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টার পর আশুলিয়ার টঙ্গাবাড়ি বঙ্গবন্ধু রোড এলাকার ইউনি ওয়ার্ল্ড-২ জুতার কারখানায় এ আগুন লাগার ঘটনা ঘটে। পরে রাত সারে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক ভাবে জানা যায় কারখানাটিতে ১০০ জনের মত শ্রমিক কাজ করত ।
আগুন নিয়ন্ত্রনে এলে কারখানার ভেতর থেকে একজন নারী ও দুজন পুরুষ শ্রমিকের মরদেহ সহ ৮ থেকে ১০ জন অগ্নিদগ্ধকে উদ্ধারের কথা বলেন ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার শাহজাহান শিকদার। তিনি আরো বলেন ভিতরে আরো মৃতদেহ আছেকিনা তা জানতে উদ্ধার কাজ চলমান রয়েছে। অগ্নিদগ্ধদের চিকিৎসা দেয়ার জন্য হাসপাতালে প্রেরন করা হয়।
কারখানার ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা জায়নি তবে তদন্ত করে পরে জানানো হবে বলে জানায় এই ফায়ার সার্ভিসের কর্মকর্তা।
অগ্নিকান্ড নিয়ন্ত্রনের পরপর ঘটনাস্থলে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ পরিদর্শনে এসে বলেন ভেতরে ঢুকে দেখে পরে বিস্তারিত বলা যাবে।