সুজানগর পৌরসভার উদ্যোগে অসহায়,গরীব ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। বুধবার সকালে পাবনার সুজানগর এন এ কলেজ মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন,প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা'র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার সচিব গোলাম নবী, সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান, কাউন্সিলর মোস্তাফিজুর রহমান সাচ্চু, জাকির হোসেন প্রমুখ।