আশুলিয়ার ০৩ মাসের অন্তঃসত্তা নারী ধর্ষণ মামলার ০১ নং আসামী সহ কিশোরী ধর্ষণের পৃথক মামলার আরেক প্রধান আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৪। দুটি পৃথক ধর্ষণ মামলার দুই আসামিকে গ্রেপ্তারের বিষয়টি শুক্রবার(২৪-১২-২১) বিকেলে র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন। এর আগে গত ১১/০৭/২০২১ তারিখে আশুলিয়া থানার বাইপাইল শান্তিনগর এলাকায় একজন ০৩ মাসের অন্তঃসত্তা নারী ধর্ষণের শিকার হন। ঘটনার পরপরই ১নং আসামী সাব্বির(২১) পলাতক ছিল। অপরদিকে ০৫ মাস পূর্বে গত ০৫/০৭/২০২১ তারিখে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায়, মায়ের অনুপস্থিতিতে এক কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করার মামলা আসামি মোঃ চাঁন মিয়াও(৩৬) পলাতক ছিল। আটককৃত দুই আসামির বাড়ি টাঙ্গাইল জেলায় বলে জানান র্যাব-৪। পলাতক সাব্বিরকে(২১) ২২ ডিসেম্বর ২০২১ তারিখ সকাল ১১:০০ টা থেকে বিকাল ৩:০০ টা পর্যন্ত সাড়াশি অভিযান পরিচালনা করে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন জামালদিবাজার এর সামনে থেকে গ্রেফতার করে। এবং অপর ধর্ষণ মামলার পলাতক আসামি চানমিয়াকে ২৩ ডিসেম্বর ২০২১ ইং তারিখ রাত ১০:০০টায় আশুলিয়ার পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে র্যাব-৪।
[gallery columns="2" ids="6969,6970" orderby="rand"]
এ বিষয়ে র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা উক্ত ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এইরুপ অপরাধীদের বিরুদ্ধে র্যাব-৪ এর সাড়াশি অভিযান অব্যাহত থাকবে।