বিজয় দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠান দেখতে ও ২৪ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখতে বাংলাদেশে অবস্থান করবেন ভারত ও মালদ্বীপের ২৭জন ক্যাডেট ও কর্মকর্ত।
সোমবার এসকল অতিথিদের সংবর্ধনায় সন্ধ্যা ৭থেকে রাত ৯ টা পর্যন্ত আশুলিয়ার বিএনসিসি প্রশিক্ষণ একাডেমীতে আয়োজিত 'ফ্রেন্ডস ফিয়েসটা' শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তথ্যমন্ত্রী ড. হাসান মাহামুদ বলেন। ভারত ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় বেড়েছে, যা আমাদের বাংলাদেশে অগ্রগতির বার্তা বহন করে।
মন্ত্রী আরও বলেন, পাকিস্তানের চেয়ে বাংলাদেশ এখন অনেক এগিয়ে। দেশ স্বাধীনের পর পাকিস্তানীরা ভেবেছিলো বাংলাদেশীরা হারিয়ে যাবে। কিন্তু আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ ঘুরে দাঁড়ায়।
এবং পরবর্তীতে জাতির পিতার কন্যা দেশনেত্রী, প্রধান মন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশের মানুষের মাথা পিছু আয় এখন ভারত পাকিস্তানের চেয়ে অনেক বেড়ে, এগিয়ে আছে আমাদের বাংলাদেশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান, বিএসপি, এনডিসি, পিএসসি উপস্থিত ছিলেন।
এছাড়া মালদ্বীপ ও ভারতের ২৪জন ক্যাডেট ও ৩জন কর্মকর্তাসহ বিএনসিসির রমনা রেজিমেন্টের ক্যাডেট ও অনন্যা কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে দলীয় নাচ, গান, সংগীত পরিবেশন করেন বাংলাদেশী ক্যাডেটরা।