পাবনার সুজানগর উপজেলার তাঁতীবন্দ ইউনিয়ন পরিষদ নির্বাচন কে কেন্দ্র করে, নৌকার সমর্থকদের হামলায় মোটরসাইকেল প্রতিকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুর রউফের ছেলে সহ ৫ জন আহত হয়েছে।
আহতরা হলেন,আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুর রউফের ছেলে শেখ আদনান রুদ্র, (১৫),মানিক প্রামাণিকের ছেলে সৌরভ হোসেন শামীম (১৫), সানোয়ার হোসেনের ছেলে নিরব হোসেন (১৬),হযরত আলীর ছেলে রাহাত (১৬) ও কাউছার।
[gallery ids="6838,6839,6840"]
জানা যায়, ১০ই নভেম্বর সকালেইউনিয়নের পোড়া ডাঙ্গা বাজার থেকে কাঁচা বাজার করে বাড়ি ফেরার পথে করিম বক্সের মোড় থেকে নৌকার সমর্থক ছাত্রলীগের নেতা শামীমের নেতৃত্বে তাদের কে বেধড়ক মারপিট করা হয়।
আহতরা বর্তমান সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।এ ঘটনায় সুজানগর থানায় শেখ আব্দুর রউফ বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।