সোলায়মান হোসাইন রুবেল, নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে জশনে জুলুশ পালিত হয়েছে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ বুধবার দুপুরে জেলার কেন্দুয়া উপজেলার খানকা-এ হযরত শিবলী মঞ্জীল-এর আয়োজনে হযরত মোহাম্মদ (সাঃ) সম্পর্কিত আলোচনা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় চট্টগ্রাম থেকে আগত ইসলামি চিন্তাবিদ, সূফী সাধক দরবারে গাওছে হাওলার গদিনশিন পীর হযরত আলহাজ্ব শাহ্ সুফী সৈয়দ মাওলানা নঈমূল কুদ্দুছ আকবরী ভক্ত আশেকানদের নিয়ে কেন্দুয়া-আঠারবাড়ী সড়কে একটি জশনে জুলুশ র্যালি বের করেন।
উপজেলা সদরের চকপাড়া এলাকার খানকা শরীফ থেকে জশনে জুলুশ র্যালি বের হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সকলের উদ্দেশ্যে দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া শেষে উপস্থিত সকলের উদ্দেশ্যে পীর সাহেব "সকলকেই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে ও ধর্মীয় উগ্রবাদ যেন মাথাচাড়া দিতে না পারে, সে ব্যাপারে সকলকে সজাগ থাকার আহবান জানান "।
এসময় উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো ভক্ত আশেকান অংশ নেয়।
এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী দিনটি পালন করা হয়।