বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশনের উদ্যোগে “জননেত্রী শেখ হাসিনার যুগান্তকারী উদ্যোগ, আমার গ্রাম, আমার শহর” প্রতিপাদ্য বিষয়, তৃণমূল জনপ্রতিনিধিদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ আলোচনা সভায়, দেশের তৃণমূলে জনপ্রতিনিধি হিসেবে কাজ করা সকল ইউপি মেম্বারদের ৫ দফা দাবী শুনে, সরকারীভাবে প্রশিক্ষণ দেওয়া ও সম্মানি ভাতা বৃদ্ধির প্রতিশ্রুতি সহ, অন্যান্য দাবি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর করার আশ্বাস দেন, মাননীয় দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান।
শনিবার সকালে, ঢাকার কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের অডিটোরিয়াম হলে, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশনের উদ্যোগে, আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত হয়ে তিনি এই প্রতিশ্রুতি দেন।
সারা বাংলাদেশের সকল ইউপি সদস্যদের সম্মানী ভাতা বৃদ্ধি। মানোন্নয়নে সরকারিভাবে ট্রেনিংয়ের ব্যবস্থা। উপজেলা মিটিংয়ে ইউপি সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা। প্রত্যেক ওয়ার্ডে সরকারিভাবে ইউপি সদস্যদের জন্য অফিসের ব্যবস্থা করা। এবং বিধবা ভাতা মেম্বারদের মাধ্যমে দেয়ার ব্যবস্থা করা। এই পাঁচ দফা দাবী গুলো কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ মোল্লা সংগঠনের পক্ষ থেকে পড়ে শোনান। এসময় উপস্থিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের, দাবিগুলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দেয়ার অনুরোধ করেন তিনি।
প্রধান অতিথি ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান বলেন, বাংলাদেশের তৃণমূলের নেতৃত্ব দিয়ে সরকারকে শক্তিশালী ও বেগবান করতে সহায়তা করেন ইউপি সদস্যগণ। তাদের প্রাপ্য সম্মানি ভাতা খুবই নগন্য, যা সত্যিই চিন্তার বিষয়। এ বিষয়ে স্থানীয় সরকারের সাথে আলোচনা করে ব্যবস্থা নেবেন বলে তিনি জানান। এছাড়াও তৃণমূল জন প্রতিনিধিদের কর্মকাণ্ড ও মান উন্নয়নে সরকারি ভাবে ট্রেনিং এর দাবি শুনে তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। জন প্রতিনিধিদের অন্যান্য দাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিবেন বলেও তিনি আশ্বাস দেন।
বিশেষ অতিথী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এর উপস্থিতিতে আলোচনা সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশনের সভাপতি মোঃ আনোয়ার হোসেন ও সঞ্চালনায় ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আলমগীর কবীর মন্ডল।
আরো উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক নূর আমীন মন্ডল, সহ-সভাপতি মোঃ বকুল হোসেন সরকার, মোঃ নূর আলী, মোঃ রমজান আলী, মোঃ রুহুল আমীন। কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ নূরুল ইসলাম, মোঃ আবুল হোসেন ও আ’লীগ নেতা মোঃ আতাউর মাদবরসহ সারা বাংলাদেশের ইউপি সদস্য বৃন্দ।