আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জাতির পিতা বঙ্গবন্ধুর জন্ম না হলে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ থাকতো না: শিক্ষা উপমন্ত্রী

সাভারঃ প্রতিনিধ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের নাম থাকতো না বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
রোববার দুপুরে সাভারের আশুলিয়ার নয়ারহাট এলাকায় ন্যাশনাল ইনস্টিটিউটরর অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটারে) নবীন বরণ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শিক্ষা উপমন্ত্রী এসময় আরও বলেন বর্তমান আওয়ামী লীগ সরকার উচ্চ শিক্ষার হাড় বাড়ানোর জন্য নানা পদক্ষেপ হাতে নিয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, শিক্ষা খাতে সরকার ব্যাপক উন্নয়ন করেছে বলে আজ দেশের সকল মানুষ শিক্ষিত। শিক্ষিত জাতি দেশকে ভালো কিছু উপহার দিতে পারে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে এসময় শিক্ষায় অবদান রাখায় নিটারের পক্ষ থেকে বেশ কয়েকজন শিক্ষার্থীকে মেধাবী বৃত্তি প্রদান করেন উপমন্ত্রী।
অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মকবুল হোসেন,বিটিএমএ প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খান,নিটারের অধ্যক্ষ ড.মোহাম্মদ মিজানুর রহমানসহ আরো অনেকে।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap