চাটমোহর ডায়াবেটিক হাসপাতাল ৩ অক্টোবর ২০২১ রোজ রবিবার বেলা ১১ টায় উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য উপস্হাপন করেন আলহাজ্ব মো: মকবুল হোসেন সংসদ সদস্য , পাবনা - ৩ ,সভাপতি - ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটি ।
উদ্বোধন করেন মো: বেবী ইসলাম,সদস্য, জাতীয় পরিষদ, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ও সভাপতি,পাবনা ডায়াবেটিক সমিতি।
সম্মানিত অতিথি বৃন্দ ,বক্তব্য উপস্হাপন করেন
মো: ফসিউর রহমান,মেজর জেনারেল ( অব:) বাংলাদেশ সেনাবাহিনী মো: মোজাম্মেল হক বিপিএম(বার) পি পি এম এডিশনাল ডেপুটি ইন্সপেক্টর ,জেনারেল,বাংলাদেশ পুলিশ ।
অধ্যাপক ডা: কমল কৃষ্ন কুন্ডু (অব:) পক্ষে বক্তব্য রাখেন,প্রভাষক আগমনি চক্রবর্তী প্রকৌশলী ,যতিদাস কুন্ডু, অতিরিক্ত মহাপরিচালক( অব:),পানি উন্নয়ন বোর্ড। এস,এম,নজরুল ইসলাম, সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ,চাটমোহর উপজেলা শাখা। মো: আতিকুর রহমান আতিক, সাধারন সম্পাদক,সাবেক ছাত্রনেতা চাটমোহর উপজেলা আওয়ামী লীগ , সাবেক সংসদ সদস্য, এ্যাড: এ,কে,এম সামসুদ্দিন, খবির, সাবেক সংসদ সদস্য, কে,এম আনোয়রুল ইসলাম,ফরিদপুর উপজেলা চেয়ারম্যান মো: গোলাপ হোসেন,ফরিদপুর পৌর মেয়র খ: কামরুজ্জামান,মাজেদ,ইউ,পি চেয়ারম্যান, মো: আজাহার আলী, প্রেস ক্লাবের সভাপতি, রকিবুর রহমান,টুকুন, চাটমোহর ডায়াবেটিক হাসপাতালের সাধারন সম্পাদক,মো: মিজানুর রহমান, ,সহ সভাপতি , আলহাজ্ব আবুল কাশেম, আতুরী,সদস্য আগমনী চক্রবর্তী,প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন অত্র ডায়াবেটিক হাসপাতালের সহ সাধারন সম্পাদক অধ্যক্ষ,এম,এ,মতিন।
সভাপতিত্ব করেন আলহাজ্ব মো: আব্দুল হামিদ মাষ্টার, প্রতিষ্ঠাতা ও সভাপতি, চাটমোহর ডায়াবেটিক হাসপাতাল, চাটমোহর,পাবনা