পাবনা জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্য জেলা গোয়েন্দা শাখা,পাবনার অভিযানিক দল অদ্য ৩০/০৯/২০২১ ইং তারিখ পাবনা সদর থানার অন্তগত নির্মানাধীন পাবনা জেলা রেজিষ্টার অফিসের ভবনের সামনে হইতে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে ৭৫ পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয় এবং উক্ত মাদক দ্রব্য ইয়াবা জব্দ করে ।
মাদক ব্যবসায়ীরা হলোঃ ১. মোঃ-সোহাগ আলী বিশ্বাস (৩০) পিতা- মোঃ মকছেদ আলী বিশ্বাস সাং- বোনকোলা থানা- সুজানগর জেলা-পাবনা উল্লেখ্য যে আসামী ১.মোঃ সোহাগ বিশ্বাস এর বিরুদ্বে দুইটি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। আসামীর বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদক মামলা রুজু হয়েছে।