কালিয়াকৈর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে লীজ বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন করেছে কয়েকজন মুক্তিযোদ্ধা। মঙ্গলবার দুপুরে কালিয়াকৈর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধারা জানায়, উপজেলার ভান্নারা এলাকায় ব্যক্তিমালিকানা ভেবে কিছু জমি কিনেন কয়েকজন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সন্তান। সেখানে তারা বাড়ি-ঘরও নিমার্ণ করেছেন। পরে তারা জানতে পারেন ওই জমি সরকারী সম্পত্তি। এরপর তারা গাজীপুর জেলা প্রশাসক ও কালিয়াকৈর ইউএনও বরাবর লীজের জন্য আবেদন করেন। কিন্তু অজ্ঞাত কারণে সেখানকার পুরো জমি পূর্বের লীজ গ্রহিতাদের পুনরায় লীজ দেওয়া হয়। ওই লীজ বাতিল ও ৫০ থেকে ৬০ সতাংশ জমি তাদের নামে লীজ দেওয়ার দাবীতে তারা দুপুরে কালিয়াকৈর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইন্দ্রজিৎ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।