বিশেষ প্রতিনিধি:
আশুলিয়ার চিত্রশাইল কাঠালতলা এলাকা থেকে চিহ্নিত অস্ত্রধারী ছিনতাইকারীকে আটক করে এলাকাবাসী।
দেশীয় অস্ত্রসহ শুক্রবার (১০-০৯-২০২১) রাত সাড়ে আটটায় চিহ্নিত ওই ছিনতাইকারীকে আটক করে এলাকাবাসী।
এলাকাবাসী সূত্রে জানা যায় লাল চাঁন এর ছেলে মিজানুর রহমানকে দেড় মাস আগে ছিনতাই এর উদ্দেশ্যে ছুরি দিয়ে আঘাত করে এবং একটি ফোন নিয়ে যায়। এছাড়াও জানা যায় এলাকার আশেপাশে বিভিন্ন মানুষের মোবাইল চুরি সহ ছিনতাইকালে এলাকাবাসীর হাতে এর আগেও ধরা পরে ওই ছিনতাইকারী।
পরে শুক্রবার রাতে তাকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে এলাকাবাসী আটক করে। এ সময় তার কাছে একটি ধারালো দেশীয় অস্ত্র পাওয়া যায়।
ছিনতাইকারী রানা চাঁদপুরের ফরিদগঞ্জ থানা রামপুর বাজারের তৈয়ব আলী গাজীর ছেলে। সে কাঠালতলা চিত্রশাইল, তালতলা এলাকায় ফিরোজ মিয়ার বাড়িতে বেচেলার রুম ভাড়া নিয়া থাকে বলে জানায় ওই ছিনতাইকারী।
আশুলিয়া থানার এস আই দেলোয়ারের সাথে রাত ১২:৩০মি. কথা বললে, তিনি জানান খবর পেয়ে ১২:০০মি. ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি, ঘটনাস্থলে যে অস্ত্র পাওয়া গেছে ৯ ইঞ্চির ছোট হওয়ায় অস্ত্র আইনে মামলা নেয়ার মতো নয়। এবং কেউ অভিযোগ করতে রাজি না হওয়ায় তাকে ছেড়ে দেয়া হয়েছে।