অদ্য ইং ০২/০৯/২১ তারিখ বিকাল ১৬.৩০ ঘটিকায় পাবনা সদর থানাধীন গয়েশপুর ইউনিয়ন বিট পুলিশিং আয়োজিত জালালপুর বাজারস্থ ম্যাকস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে জালালপুর বাজার ব্যাবসায়ী কমিটির সাথে বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ রোকনুজ্জামান সরকার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, পাবনা, অফিসার ইনচার্জ জনাব, আমিনুল ইসলাম,গয়েশপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোতাহার হোসেন।অনুষ্ঠানে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং প্রতিরোধ সহ জালালপুর বাজর পুর্নাঙ্গ সিসি টিভির আওতায় আনার লক্ষে বাজার ব্যাবসায়ীদের সাথে মত বিনিময় করা হয়।
[gallery ids="6037,6038,6036"]
অদ্য ০২/০৯/২০২১ তাং ঈশ্বরদী থানাধীন বাসের বাধা বাজার এলাকায় স্থানীয় দোকানদার জনসাধারণের সাথে বাজার এলাকায় সিসি ক্যামেরা স্থাপন, রাত্রিকালীন নাইট গার্ড নিয়োগ, এবং বাজার এলাকায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে মাদক ও বাল্যবিয়ে নিয়ন্ত্রণ করার জন্য বিট মিটিং ও মতবিনিময়ের খন্ড চিত্র। উল্লেখ্য মতবিনিময় শেষে স্থানীয় দোকানদারদের সিসি ক্যামেরা স্থাপনের বিষয়ে সম্মত করা হয়েছে এবং আগামী সাত দিনের মধ্যে বাঁশেরবাদা বাজার এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করা হবে।
অদ্য ইং ০২/০৯/২০২১ তাং চাটমোহর থানাধীন ছাইকোলা ইউনিয়নের বিভিন্ন বাজারে ও গ্রামে বিট পুলিশিং কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত বিট পুলিশিং কার্যক্রমে উপস্থিত ছিলেন ওসি চাটমোহর থানা, পুলিশ পরিদর্শক তদন্ত ও ছাইকোলা ইউনিয়নের বিট অফিসার। এসময় চাটমোহর থানা পুলিশ বিট পুলিশিং কি ও বিট পুলিশিং এর কার্যক্রম সম্বন্ধে লোকজনকে অবহিত করা হয় এবং মাদক,জঙ্গীবাদ, ধর্ষন,বাল্য বিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, কিশোর গ্যাং, আত্মহত্যার প্রবণতা রোধ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
৮ নং বিট পুলিশিং হরিপুর ইউনিয়নের চড়ইকোল বাজারে বিট পুলিশিং সমাবেশে উপস্থিত ছিলেন অত্র সার্কেলের সুযোগ্য সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব সজীব শাহরীন । তিনি উপস্থিত জনসাধারণের মাঝে আইন-শৃঙ্খলা বিষয়ে বক্তব্য প্রদান করেন এবং বিট অফিসার কে পরিচয় করিয়ে দেন