যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়নে মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাছিনার উপহার ভুমিহীন পরিবারের মাঝে ঘর( বিতরন) হস্তান্তরও ফলজ গাছ রোপন করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।
ইউনিয়নে যেসস্ত ভুমিহীন ঘর পেয়েছেন তাদের তালিকা বিষ্ণুপুর গ্রামের- আব্দুল বারীক কমান্ডারের পুএ-আলমগীর হোসেন,সালেহা বেগম পিতা-রজব আলী মোড়ল,ধর্মপুর গ্রামের-মমতাজ বেগম পিতা- কওছার আলী,জয়নাব বেগম পিতা-জোহর আলী সরদার,সালমা বেগম পিতা- আরশাদ সরদার,কোমরপুর গ্রামের-মনিরা খাতুন পিতা- আনোয়ার হোসেন,শেখর দাস (বিল্লাল) পিতা- স্বপন দাস,বাশঁবাড়িয়া গ্রামের-সালেহা খাতুন পিতা- শহর সরদার,রঘুরামপুর গ্রামের- ফাতেমা খাতুন স্বামী- আবুবক্কর সিদ্দীক প্রথম পর্য়্যায় ৯পরিবার ঘর বরাদ্ধ পান।
অনুষ্ঠানে উপস্থিত এবং বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ইরুফা সুলতানা,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মাদ রিজিবুল ইসলাম,সাগরদাঁড়ী ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত,ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা কৃষকলীগের যুগ্ন আহব্বায়ক জাকির হোসেন প্রমুখ। চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত অনুষ্ঠান শেষে ভুমিহীন পরিবারের মাঝে মিষ্টি বিতরন করেন।