- মুহাম্মদ শামসুল হক বাবু
আজও আমি মেঘ দেখেছি
বহমান জমাটবদ্ধ উষ্ণতা
বর্ষণ দেখেছি আবার
সময় হয়েছে কি যাবার?
সাঁঝের বেলায় মাঝেমাঝে
লুকিয়ে লুকিয়ে চোখাচোখি
এবং একটু কাছে আসা
আর একটু ভালোবাসাl
লাজুকতায় বিলীন হয়েছে
দুটি মনের ভিতর বাহির
সময়ের বেগে আটক ছিল
মোর হারিয়ে যাওয়া আবেগ
এখনও বাতাসে বাতাসে
প্রেমের বৃষ্টি ঝরে অঝোরে
কেউ বা বর্ষার গান গায়
পাখিরা নৃত্য করে অবিরত।
ভেজা শাড়ির আঁচলের স্মৃতি
বাহুতে কোমড়ের খাঁজ
সিক্ত চুলের প্রতিটি জলবিন্দু
ঠোঁটে শিশিরের আগমন।
বক্ষ ও নাভিমূলে গড়িয়েছে
বৃন্দাবনে জিন্দাবাদের ঘ্রাণ
পা দু'টোয় চুম্বনের কারুকাজ
সর্ব অঙ্গে প্রাণের স্পন্দন!
কবিতায় শব্দের তাজমহল
নিশ্বাসের সঙ্গে নিশ্বাস
আমি ছুঁয়েছি তোমার দেহ
আজ হাত বাড়াবে কেহ!