বিশেষ প্রতিনিধি:
গণস্বাস্থ্য কেন্দ্র এর আর্থিক সহযোগিতায় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হেল্প ফর ডিজএ্যাবিলিটি এন্ড ডিসট্রেস (এইচডিডি),অভিবাসন বিষয়ক সংস্থা ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, বাংলাদেশ মাইগ্রেশন ফোরাম ও মানবাধিকার উন্নয়ন কেন্দ্র এর আয়োজনে বিদেশ ফেরত নারী অভিবাসী শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করা হয়।
১৩ মে বৃহস্পতিবার সকালে ঢাকার সাভারের ইমান্দিপুরে করোনা ভাইরাসে সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় পরিচালিত গণস্বাস্থ্য কেন্দ্রের গণস্বা¯থ্যসেবা ২০২১ এর আওতায় এ খাদ্য সামগ্রী দেয়া হয়।
এইচডিডি’র প্রধান নির্বাহী সীমান্ত সিরাজ এর সভাপতিত্বে এ বিতরন কার্যক্রমে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শীল্ড এর নির্বাহী পরিচালক মাহবুব আলম ফিরোজ, বিশিষ্ঠ কবি ও গবেষক মুহাম্মদ শামসুল হক বাবু।এছাড়াও উপস্থিত ছিলেন এইচডিডি’র স্বেচ্ছাসেবক সদস্যগণ।
৫০ জন নারী অভিবাসীসহ মোট দুই শতাধিক দরিদ্র মানুষের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরন করা হয়েছে।