কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম সোনাহাট স্থল বন্দরে স্বাস্থ্য বিধি না মেনে প্রতিদিন একশ থেকে দেড়শ ভারতীয় ট্রাক পণ্য নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে। এতে স্বাস্থ্য ঝুকি বেড়ে যাচ্ছে। সম্প্রতি ভারতে করোনা ভাইরাসের প্রকোপ ব্যাপক আকারে রুপ নিলেও এ ব্যাপারে সোনাহাট স্থল বন্দর কর্তৃপক্ষ নির্বিকার।
আমদানি-রফতানি চালু থাকলেও ভারতীয় ট্রাক চালকের স্বাস্থ্য পরীক্ষার কোন ব্যবস্থা নেই বন্দরটিতে। সীমান্তের জিরো পয়েন্টে নেই কোন থার্মালস্কেনার বা হেড স্কানার দিয়ে তাপমাত্রা নির্ধারণ করার যন্ত্র।
ভারতীয় চালকরা তাদের প্রান্তে তাপমাত্রা পরিমাপ করেই বাংলাদেশে প্রবেশ করছে। ভারতীয় ট্রাক চালকদের সাথে মিলে ট্রাক লোড-আনলোড করছে বাংলাদেশী শ্রমিকরা। করছে একসাথে চলাফেরা।
ফলে স্থলবন্দরে করোনা সংক্রমনের ঝুঁকি বেড়েই চলেছে। তবে বন্দর সংশ্লিষ্টরা জানিয়ে নিয়ম এবং স্বাস্থ্যবিধি মেনে বন্দরে আমদানী ও রপ্তানি কার্যক্রম চলমান রয়েছে।