কেশবপুর ( যশোর ) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে লকডাউনে সরকারি নির্দেশনা না মেনে দোকানপাট খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালত ৮ ব্যবসায়ীকে ৪ হাজার ৫শ টাকা জরিমানা করেছে। রোববার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, লকডাউনে উপজেলার বিভিন্ন স্থানে নিয়ম বহির্ভুতভাবে দোকানপাট খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালতে শহরের ব্যবসায়ী রবিউল ইসলামকে ২ হাজার, পবিত্র কুমারকে ২শত, ভালুকঘরের আরিফ হোসেনকে ২শত, সাগরদাঁড়ির সমীর সাধুকে ২শত, ভান্ডারখোলা বাজারের জিল্লুর রহমানকে ৫শত , তরিকুল ইসলামকে ২শত বরুণ পালকে ২শত আধুনিক বস্তালয়এর আবুল কালাম আজাদকে ১ হাজার টাকা জরিমানা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা।