প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১২:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৫, ২০২১, ১২:৫৫ অপরাহ্ণ
নেত্রকোণায় ১৮ দফার বেশিরভাগ নির্দেশনা না মেনেই চলছে লকডাউন
সোলাইমান হোসাইন রুবেল, নেত্রকোণা প্রতিনিধিঃ
গত কয়েক দিন ধরে প্রতিদিনেই আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। করোনাভাইরাস পরিস্থিতি অবনতির কারণে সারা দেশের ন্যায় নেত্রকোণায় ঢিলেঢালা ভাবে চলছে সরকার ঘোষিত লকডাউন।
আজ সকাল থেকেই জেলা শহর ঘুরে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনী সহ প্রশাসনিক কর্মকর্তারা লকডাউন বাস্তবায়নে মাঠ পর্যায়ে থেকে সর্বোচ্চ চেষ্টা করলেও সাধারণ মানুষ এব্যাপারে অনেকটাই উদাসীন।
মানছেন না সামাজিক দূরত্ব, মাক্স পরিধান সহ
১৮ দফার বেশিরভাগ নির্দেশনা। তবে সড়ক পথে গণপরিবহনের অবাধ চলাচল লক্ষ্য করা যাচ্ছে। ঘোষিত নিয়মে রেলওয়ে, দূরপাল্লার যানবাহন এবং নৌপথে চলাচল বন্ধ রয়েছে।
পাশাপাশি স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই পৌর শহরের বিভিন্ন এলাকায় অবাধে চলছে খাবার হোটেল ব্যবসা, চায়ের দোকানে আড্ডা এবং কাচা বাজার গুলোতে নেই কোনো স্বাস্থ্যবিধির বালাই।
জেলার সুশীল সমাজ ও সামাজিক ব্যক্তিত্বদের অভিমত, এভাবে চলতে থাকলে ভবিষ্যতে নেত্রকোণা করোনা পরিস্থিতি আরো ভয়ংকর রূপ ধারণ করতে পারে
www.banglapaper24.com