কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের ভেলাকোপায় দুই ফসলী জমি জোরপূর্বক দখলে নিয়ে একটি প্রভাবশালী মহলের মাছ চাষ প্রকল্প তৈরী করার পঁায়তারার প্রতিবাদে মানবন্ধন ও বিক্ষোভ করেছে জমির মালিক ও কৃষকরা।
বুধবার দুপুরে ভেলাকোপায় এ মানবন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় মানববন্ধনে শতাধিক নারী ও পুরুষ অংশগ্রহণ করে।
এ সময় কৃষক ও জমির মালিকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাদের চাষাবাদ করা জমিতে একটি প্রভাবশালী মহল মাছ চাষ প্রকল্প করার জন্য উঠে পড়ে লেগেছে। এ প্রকল্প বাস্তবায়ন হলে তাদের ফসলী জমিগুলো বালুতে পরিণত হবে বলে অভিযোগ করেন তারা।