ফজলুল হক, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা পাশা গেইট এলাকায় এপেক্স উইভিং কারখানায় মঙ্গলবার সকালে গত দুই মাসের বকেয়া বেতনের দাবীতে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। সকাল থেকেই দেড় সহস্রাধিক শ্রমিক দুই মাসের বেতন না পেয়ে কর্মবিরতি পালন করতে থাকে। এসময় শ্রমিকরা কারখানার ভিতরেই বিক্ষোভ সমাবেশ করে।
শিল্পপুলিশ, কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকরা জানান, গত ফেব্রুয়ারী ও চলতি মাসের বকেয়া বেতন এবং গত বছরের ঈদের বোনাসের দাবীতে কর্মবিরতি পালন করা হয়। বিভিন্ন সময়ে গত বছরের ঈদ বোনাসের দাবী করলে কারখানা কর্তৃপক্ষ অনেক শ্রমিককে ছাটাই করে কারখানা থেকে বের করে দেওয়ার কারণে গত ঈদ বোনাসের দাবী করতে কোন শ্রমিক সাহস পায়নি। এদিকে গত ফেব্রুয়ারী মাসের বেতন নানা টালবাহানা করতে করতে ২৩ মার্চ দেওয়ার তারিখ দেন কারখানা কর্তৃপক্ষ। কিন্তু সকালের দিকে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের জানিয়ে দেন আগামী সাপ্তাহের যে কোনদিন বেতন দেওয়া হবে। এ খবর শ্রমিকের মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত শ্রমিকরা কর্মবিরতি করে কারখানার ভিতরেই ফেব্রুয়ারী ও মার্চ মাসের বেতনের দাবী করে শ্লোগান দিতে থাকে। খবর পেয়ে শিল্পপুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত শ্রমিকরা কর্মবিরতি করে কারখানা ত্যাগ করে।
কারখানার ডিজিএম বদরুদ্দোজা জানান, আমাদের কারখানার গ্যাস সংযোগ বিছিন্ন হওয়ার কারণে শ্রমিকদের বেতন দিতে বিলম্ব হচ্ছে। বকেয়া বেতন দ্রুত দেওয়া হবে।
শিল্পপুলিশের ওসি অপূর্ব হাসান জানান, কারখানার শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে। যাতে উত্তেজিত শ্রমিকরা কারখানায় ভাংচুর না করে।