ফজলুল হক, কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী
উদযাপন উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের
মোথাজুরী গ্রামে অনুষ্ঠিত হলো ঘোড়াদৌড় প্রতিযোগিতা। প্রতি
বছরের এই সময়ে ব্যাপক-উদ্দীপনার মধ্যে এমন আয়োজন করেন এলাকাবাসী।
ঘোড়াসওয়াররা ঘোড়ার পিঠে চাবুক হাতে প্রতিযোগীতায় অংশ নেন।
অংশগ্রহণকারী সবার জন্যই ছিল বিশেষ পুরস্কার। রোববার বিকেলে স্থানীয়
যুবসমাজের উদ্যোগে উপজেলার ফুলবাড়িয়ার মোথাজুরী এলাকার মাঠে এ
প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়িয়া ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি
নুরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রফিকুল
ইসলাম বাবুল, ডি, আই, জি বাংলাদেশ পুলিশ, ঢাকা স্পেশাল ব্রাঞ্চ, আকবর
আলী, সাংগঠনিক সম্পাদক গাজীপুর জেলা আওয়ামীলীগ, অধ্যাপক আব্দুল
হাকিম মিয়া, চেয়ারম্যান ফুলবাড়িয়া ইউনিয়ন, রাজ্জাক মাষ্টার সাধারণ
সম্পাদক ফুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ,
জনসাধারণ বিভিন্ন নেতাকর্মীরা।
ঘোড়াদৌড় প্রতিযোগিতা আয়োজনকারী মোক্তার মান্না বলেন,
গ্রামীণ ঐহিত্যবাহী টিকিয়ে রাখতে এমন আয়োজন করা হয়েছে।
আগামীতেও আরো বড় পরিসরে এ প্রতিযোগিতার আয়োজন করা হবে।
সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ায়
তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।