আজ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

শ্রমিকদের বেতন না বাড়ালে বাসা ভাড়া বাড়াবেন না- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

ফজলুল হক, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

 

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি বলেছেন, বাসা বাড়ির মালিকদের প্রতি অনুরোধ, শ্রমিকের বেতন না বাড়লে বাসা ভাড়া বাড়াবেন না। কারণ একজন শ্রমিক অনেক কষ্টে কম বেতনে কাজ করেন। যখন খুশি ইচ্ছামত যা তাই করতে পারেন না। আপনার ভাড়াটিয়ার দিকেও খেয়াল রাখতে হবে।

 

মন্ত্রী বলেন, আমাদের রাজনৈতিক নেতাদের দায়িত্ব শ্রমিকের মাসের নিধার্রিত তারিখে বেতনাদি পরিশোধ করার ব্যবস্থা করা। যদি কোন শিল্পকারখানার মালিক তার কারখানা লে-অফ করেন, তাহলেও রাষ্ট্রের আইন অনুযায়ী শ্রমিকের সকল পাওনা বুঝিয়ে দিতে হবে।

 

আমরা শ্রমিক ভাইদের প্রতি অনুরোধ রাখি মিল যদি চালু না থাকে তাহলে দেশের ক্ষতি হবে। আমরা রপ্তানি আয় থেকে বঞ্চিত হবো। শ্রমিকদের বুঝতে হবে, মিল চালু থাকলে আপনাদের রুজি রোজগারের ব্যবস্থা থাকবে।

 

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি শুক্রবার সন্ধ্যায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আন্ধারমানিক গ্রামের আব্দুল্লাহ মডেল স্কুল মাঠে স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক-কর্মচারী ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

মন্ত্রী এসময় আরো বলেন, শ্রমিক মালিক দুইজনে মিলে যদি কারখানা চালান তাহলে বাংলাদেশের উন্নতি হবে। অনেকে বিদেশি চক্রের মাধ্যমে ক্ষতি করার চেষ্টা করেন। অনেক লোক ভাড়াটিয়া লোক রাখেন যাতে শ্রমিক মালিক বিরোধ বাজিয়ে দিয়ে আমাদের দেশের উৎপাদন ব্যাহত হয়। যাতে আমরা বিদেশে মালামাল দিতে না পেরে বৈদেশিক মুদ্রার্ অর্জন করতে না পারি। আমাদের অর্থনৈতিকে ধস নামে, অর্থনৈতিক যেন পঙ্গু হয়ে যায়।

 

শ্রমিক সংগঠনের নেতাকমর্ী ভাইয়েরা আপনারা আছেন, নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করবেন। আপনাদের দাবী আদায় করবেন।

 

প্রথম আপনাকে লিখিতভাবে চ্যাট্রল রিপোর্ট দিতে হয়। সেইটার কপি মালিক, শ্রম আদালত ও শ্রমিক সংগঠনকে দিতে হয়। সেই নিয়ম মোতাবেক আপনার চাহিদা চাইতে হবে। হঠাৎ করে মালিকের কাছে চাইলেও তো দিতে পারবে না, সময় দিতে হবে। আপনারা যদি নিয়ম মোতাবেক দাবি করেন তাহলে অবশ্যই চাহিদা মিটাবেন কারখানা কর্তৃপক্ষ।

 

সভাপতিত্ব করেন স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রিয় কমিটির সাধারন সম্পাদক মীর আবুল কালাম আজাদ। এ সময় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুরাদ কবীর, সাধারন সম্পাদক রেজাউল করিম রাসেল, গাজীপুর জেলা আওয়ামীলীগের সদস্য রফিকুল ইসলাম তুষারসহ প্রমুখ।

 

 

 

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap