আজ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নেত্রকোণায় পানিতে পড়ে শিশুর মৃত্যু

সোলাইমান হোসাইন রুবেল, নেত্রকোণা প্রতিনিধিঃ

 

নেত্রকোণা মদনে ডোবার পানিতে পড়ে হামজা মিয়া নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

 

আজ মঙ্গলবার সকালে উপজেলার কাইটাইল ইউনিয়নের কাইটাইল গ্রামে এই ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাইটাইল গ্রামের রাসেল মিয়ার ছেলে হামজা মঙ্গলবার সকালে নিজ বাড়ির উঠানে অন্যান্য শিশুদের সাথে খেলা করছিলো। কিছুক্ষণ পর পরিবারের লোকজন কোথাও তাকে দেখতে না পেয়ে চারপাশে খোঁজাখুঁজি করে।

 

আধাঘন্টা খোজাখুঁজির পর বাড়ির পাশের ডোবায় শিশু হামজার দেহ ভাসতে দেখে সেখান থেকে উদ্ধার করে তাকে দ্রুত মদন হাসপাতালে নিয়ে যায়।

 

এসময় হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার কাজী বুশরা আমীনা তাকে মৃত ঘোষনা করেন।

 

এ ব্যাপারে মদন থানার অফিসার ইনচার্জ মাসুদুজ্জামানের সাথে যোগাযোগ করলে তিনি পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মদন থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

 

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap