আজ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

কালিয়াকৈরে ধর্ষনকারীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন করেন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :

 

গাজীপুরের কালিয়াকৈর উপজজেলার চন্দ্রা ত্রিমোড় আওয়ামীলীগের অফিসের সামনে শনিবার দুপুরে ধর্ষণকারীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন করেছেন ধর্ষিতার পরিবার ও এলাকাবাসী। এসময় একটি ব্যানার নিয়ে ধর্ষিতা নিজেই দাঁড়িয়ে থেকে তিন ধর্ষক আব্দুস সাত্তার, মামুন ও সোহেলকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। চন্দ্রা এলাকায় শ্রমিকলীগ নেতা আতিকুর রহমান, হারুন অর রশিদসহ শতাধিক পরিবহন শ্রমিক এ মানববন্ধনে অংশ নেন।

 

ধর্ষিতা সূত্রে জানা গেছে, ঢাকার আশুলিয়ার চক্রবর্তী এলাকায় বেক্সিমকো কোম্পানীর এ নারী শ্রমিকের সাথে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে উঠে ধামরাই এলাকার বৈন্না গ্রামের আব্দুস সাত্তারের। গত দেড় বছরের প্রেমের সূত্র ধরে গত ৫ জানুয়ারি বিয়ের প্রস্তাব দিয়ে মোবাইল ফোনে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আশাপুর কবরস্থানের পাশে ডেকে নেয় নারী শ্রমিককে। ডিউটি শেষে রাত ১১টায় সেখানে পৌছালে পূর্ব থেকে উৎপেতে থাকা প্রেমিক সাত্তার (৩০), মামুন (৩২), সোহেল (২৫) মিলে নারী শ্রমিককে জোড়পূর্বক লেবু বাগানে নিয়ে গণধর্ষণ করে। এতে সে অসুস্থ হয়ে পড়লে রাত ৩টার দিকে একটি অটোরিকশা ভাড়া করে তাকে বাসায় পাঠিয় দেয়। পরের দিন তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে ভর্তি করেন স্বজনেরা। চিকিৎসা শেষে নারী শ্রমিক ১২জানুয়ারী ৩জনের নাম উল্লেখ করে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেন। কালিয়াকৈর থানা পুলিশ অজ্ঞাত কারণে শুধু সাত্তারের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।

 

এ ঘটনার ১০ দিন পরে শনিবার ধর্ষণকারীদের গ্রেপ্তার পূর্বক শাস্তির দাবীতে চন্দ্রা এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

এ বিষয়ে কালিয়াকৈর থানার এসআই রাজিব জানান , ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে ।

     এ বিভাগের আরো সংবাদ
Share via
Copy link
Powered by Social Snap